অতীতের স্থবিরতা কাটিয়ে খাগড়াছড়ির প্রশাসন হবে জনবান্ধব: নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম বলেছেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌছে দিতে নির্দেশনা রয়েছে। সেবার জন্যই প্রশাসন। এই মানসিকতা নিয়ে কাজ করবে খাগড়াছড়ি জেলা প্রশাসন । অতীতে প্রশাসনের স্থবিরতা কাটিয়ে খাগড়াছড়ির প্রশাসন হবে জনবান্ধব। তিনি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন ।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এই কথা বলেন।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে সভাপতি জিতেন বড়ুয়া, সহ-সভাপতি জহরুল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য্য, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রতিদিন‘র সম্পাদক এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার ও সাংবাদিক আজিম-উল-হক প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশাসনকে সব ধরণের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে নবাগত জেলা প্রশাসকের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন। এ সময় জেলার ভূমি জটিলতা, হাউজবিল্ডিং ঋণসহ বিভিন্ন সরকারি কাজে দীর্ঘসূত্রিতার কথা তুলে ধরে এসব সমাধানে নবাগত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় নবাগত জেলা প্রশাসক মনযোগ সহকারে সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং গণমাধ্যমকে তার কাজের স্বচ্ছতা ও গতি বাড়ানোর মাধ্যম বলেও মন্তব্য করেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম।

মতবিনিময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিম কাউছার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ছাহেল তস্তরী, খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন‘র সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, দৈনিক সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, ডিবিসি ও ডেইলী স্টার প্রতিনিধি সৈকত দেওয়ান, কালেরকন্ঠ প্রতিনিধি আবু দাউদ, জাগোনিউজ২৪ ডটকম‘র প্রতিনিধি মুজিবুর রহমান ভুইয়া, যুগান্তর প্রতিনিধি সমির মল্লিক, প্রথম আলো প্রতিনিধি জয়ন্তী দেওয়ান ছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট ,টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন