“আজকের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের সেমিফাইনালে ওঠার জন্য জয় ছাড়া অন্য কোনো ভাবনা মাথায় আনার উপায় নেই।”

আজ ভারত-উইন্ডিজ লড়াই

fec-image

বিশ্বকাপের ৩৪তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে প্রাক্তন দুই বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে প্রায় সবগুলো দলেরই অন্তত ছয়টি করে ম্যাচ খেলা শেষ, বেশিরভাগ দলই খেলে ফেলেছে সপ্তম ম্যাচটিও। ওদিকে ভারতের বাকি এখনো চার ম্যাচ, অর্থাৎ মাত্র পাচঁটি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ভারত।

তবে আজ বুধবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার, ছয়দিন ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হবে ভারতকে, ততদিনে সমীকরণ আরো পরিস্কার হয়ে উঠবে। আজকের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের সেমিফাইনালে ওঠার জন্য জয় ছাড়া অন্য কোনো ভাবনা মাথায় আনার উপায় নেই।

যদিও সমীকরণ বলছে ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়া ‘প্রায়’ নিশ্চিত। তবু কাগজ ও কলমের হিসেব বলছে বাকি তিনটি ম্যাচের তিনটিতেই জিতলে, অন্য নির্দিষ্ট দলের ব্যর্থতাকে পুঁজি করে সেমিফাইনাল খেলতেও পারে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের মাঝপথ পর্যন্ত এক প্রকার নিশ্চিত ছিল চারটি দলের সেমিফাইনাল খেলা- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তাদের মধ্যে ইংল্যান্ডের টানা দুটো হার এবং নিউজিল্যান্ডের পাকিস্তানের বিপক্ষে হার অনেকটা আশাবাদী করে তুলছে চারটি দলকে- বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত-উইন্ডিজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন