আলীকদম সদর ইউনিয়নে উপ-নির্বাচন বৃহস্পতিবার

fec-image

বৃহস্পতিবার (২৫ জুলাই) আলীকদম সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়াও নয়াপাড়া ইউনিয়নের একটি সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে নির্বাচন কমিশন। সরকার দলীয় নৌকা প্রতীকে প্রার্থী নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করলেও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আলীকদম সদর ইউনিয়নের উপ-নির্বাচনে মোট ভোটার রয়েছে ১০ হাজার ১৭০ জন। পুরুষ ভোটার ৪ হাজার ৮৩২ জন ও মহিলা ভোটার ৫ হাজার ৩৩৮ জন। মোট ভোট কেন্দ্র ৯টি ও ভোট কক্ষের সংখ্যা ২৯টি।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমা জানান, নির্বাচনে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও স্ট্রাইকিং ডিউটিতে ২ জন এবং মোবাইল ডিউটিতে ৪ জন পুলিশ অফিসার এবং নির্বাচন পরিচালনায় ১২ জন প্রিসাইডিং অফিসার থাকবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন