ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যুব ক্রিকেট দলের জয়

fec-image

বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড সিনিয়র দল যখন আনন্দে ভাসছে। তখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে তাদের যুব দলে ভিন্ন চিত্র। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ যুব দল জিতেছে ৬ উইকেটে।

সোমবার উস্টারশায়ারের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ২০০ রান করে। জবাবে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।

অবশ্য ইংল্যান্ড যুব দলের শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার টম ক্লার্ক (২৭) ও ড্যানিয়েল মুসলি (২০)। দুজনের জুটিতে আসে ৪৯ রান।

পরে বাংলাদেশের বোলিং তোপে দ্রুত উইকেট হারায় তারা। তবে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন লুইস গোল্ডওয়ার্থি এবং ক্যাসে অলরিজ। অলরিজ ৫৮ ও গোল্ডওয়ার্থি ৬৯ রান করেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন তানজীম সাকিব। তিনি ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন।

জুনিয়র সাকিবের বল হাতের নৈপুণ্য ছাড়াও তৌহিদ হৃদয় অপরাজিত ৭০ ও শাহাদাত হোসেন ৫৭ রানের দারুণ দুটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এ ছাড়া মাহমুদুল হাসান ৩৬ রান করেন।

সিরিজে ইংল্যান্ড যুব দল নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল ৫ উইকেটে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টম ক্লার্ক, ড্যানিয়েল মুসলি, তানজীম সাকিব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন