ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মহালছড়িতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ

Election News Pic

মহালছড়ি প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সরকার নির্বাচনী তফসিল ঘোষণা না করলেও আগাম প্রস্তুতি হিসেবে স্ব স্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক দলের কাছে নিজের পক্ষে মনোনয়ন নিশ্চিত করতে শুরু করেছে দৌড়ঝাঁপ।

অতীতে নির্বাচনের অভিজ্ঞতা থেকে অনেকেই মনে করছেন মহালছড়ি উপজেলার দুই শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও জেএসএস এর কাছে সমর্থন আদায় করতে পারলে বিজয় সুনিশ্চিত। তাই এ দু’দলের মনোনয়ন প্রত্যাশীরা অতি সুকৌশলে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। সেই সাথে উভয় দলের নিকট মনোনয়ন ফরম নিয়ে জমা দেওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন সম্ভাব্য প্রার্থী। তবে, কিভাবে বা কাকে দলের পক্ষে মনোনয়ন দেওয়া হবে কিনা এ ব্যাপারে ইউপিডিএফ ও জেএসএস এর নেতৃবৃন্দ এখনো কেউ মুখ খুলতে রাজী নন।

এদিকে জাতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরাও উর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজের পক্ষে মনোনয়ন নিশ্চিত করতে ব্যস্ত রয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে না পারলেও নানা বিয়ের অনুষ্ঠান, সামাজিক আচার অনুষ্ঠানে অনুদান দিয়ে জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করছেন।

মহালছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ১টি সিন্দুকছড়ি ইউনিয়ন নতুন উপজেলা গুইমারাতে যুক্ত হওয়ায় এবারে ৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো উপজেলার বিভিন্ন জায়গায় জমে উঠেছে ভোটারদের মাঝে নির্বাচনী আলোচনা।

মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন গুলো হলো, মহালছড়ি সদর ইউনিয়ন, মুবাছড়ি ইউনিয়ন, মাইসছড়ি ইউনিয়ন, ক্যায়াংঘাট ইউনিয়ন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিক ভাবে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, মহালছড়ি সদর ইউনিয়নে, বর্তমান চেয়ারম্যান লাব্রেচাই মারমা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন বাবু, সুখময় দেওয়ান, বর্তমান ইউপি সদস্য সুকুমার চাকমা, সুভাষ চাকমা ও ক্যাজরী মারমা।

মুবাছড়ি ইউনিয়ন, বর্তমান চেয়ারম্যান বাপ্পী খীসা, নীল রঞ্জন চাকমা, স্বাগত খীসা, কমল বিন্দু চাকমা, আওয়ামী লীগী প্রার্থী অংসাথোয়াই মারমা ও কংজরী চৌধুরী।

মাইসছড়ি ইউনিয়নে, বর্তমান চেয়ারম্যান শান্ত শীল চাকমা, সাজাই মারমা (বিএনপি দলীয় প্রার্থী) মো. গিয়াস উদ্দিন (আওয়ামী লীগ দলীয় প্রার্থী), গণতান্ত্রিক যুব ফোরাম এর কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক সর্বানন্দ চাকমা, ক্যায়াংঘাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কিরন চাকমা, বিশ্বজিৎ চাকমা, সুনীল জীবন চাকমা, প্রান্ত চাকমা, মঙ্গল বিহারী চাকমা, রতন চাকমা, কালাচান চাকমা, রূপন চাকমা, কালায়ন চাকমা।

এবারের স্থানীয় ইউপি নির্বাচনে আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ ভুমিকা বজায় রাখলে একজন সঠিক ও স্বচ্ছ জনপ্রতিনিধি পাবেন বলে মনে করেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন