ইজতেমার মাঠে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি:

টঙ্গির বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতে কর্মরত নিরীহ তাবলীগের সাথী ও মাদরাসার ছাত্রদের উপর নৃশংস হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা-মাশায়েখ ও তাবলীগের সাথীরা।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ দৌলত ময়দানে বিক্ষোভ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার ৭ উপজেলাসহ সদরের বিভিন্ন ইউনিয়নের তাবলীগের সাথীরা মিছিল নিয়ে জড়ো হন। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তাবলীগের সাথীসহ ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

এ সময় তারা ১ ডিসেম্বর টঙ্গির ইজতেমা মাঠে সাধারণ মুসল্লি আলেমে-ওলামা ও মাদরাসা ছাত্রদের উপর মাওলানা সাদ’র অনুসারীদের পূর্বপরিকল্পিত ন্যাক্কারজনক হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা আব্দুল হক, মাওলানা মুফতি সৈয়দুল হকসহ জেলার শীর্ষ তাবলীগের সাথীরা।

সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন