ঈদ আনন্দে পানছড়িতে পর্যটকদের উপচেপড়া ভীড়

k

নিজস্ব প্রতিবেদক॥
বর্ষার বিদায়লগ্নে প্রকৃতিতে লেগেছে এখন সতেজতা। সবুজের কার্পেটে চারিদিক সেজে উঠেছে এক অপরূপ সাজে। খাগড়াছড়ি জেলার সীমান্তঘেঁষা প্রত্যন্ত পানছড়ির সবুজ পাহাড় ও আর সাপের মতো এঁকে-বেঁকে বয়ে চলা চেংগীর দু’পাশে শরতের হিমেল হাওয়ায় দোলচে কাঁশফুল।

এ যেন বার্তা দিচ্ছে ষড়ঋতুর বাংলাদেশে এখন শরৎ। শরতের মাঝামাঝির এক ফসলা বৃষ্টি ও প্রকৃতি যে কাউকে মুগ্ধ করে। তাছাড়া চলছে ঈদুল আযহার ছুটি। ঈদ আনন্দ উপভোগে ছুটি কাটাতে পাহাড়ে সকল সম্প্রদায়ের চাকুরীজীবি ও দুরদুরান্তে অবস্থানকারী কর্মজীবির আগমনে বেশ জমে উঠেছে পানছড়ির শুরু থেকে শেষের আদামগুলো।

তাছাড়া প্রকৃতি যেন তাঁর সব সৌন্দর্য্য দিয়ে সাজিয়েছে পানছড়িকে। মেঘ, পাহাড় ও প্রকৃতির চরম বন্ধুত্বপূর্ণ পরিবেশ যেন পানছড়ির সবখানেই। পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির, চেংগী নদীর উপর বয়ে যাওয়া শান্তিপুর রাবার ড্যাম, লোগাং ব্রীজের পশ্চিম পার্শ্বে কাঁশফুলের মেলা, দুধুকছড়ায় শান্তিচুক্তির হেলিপেড, উগ্যজয় কার্বারী পাড়া ও সীমানা পাড়ার শতবর্ষী বটবৃক্ষ যেন হাতছানি দিয়ে সৌন্দর্য্য উপভোগের জন্য ডাকছে ভ্রমন পিপাসুদের। এরই মাঝে অরণ্য কুটির ও রাবার ড্যাম বেশ জমে উঠেছে।

পানছড়ি রাবার ড্যাম এলাকায় কথা হয় জ্ঞান আলো চাকমা (দোকলা) ও সহপাঠিদের সাথে। সে জানায়, তার সহপাঠিরা ঢাকায় সাভারে চাকুরী করে। ঈদের ছুটিতে এসে রাবার ড্যাম ও অরণ্য কুটির দেখার জন্য বেরিয়েছে। রাবার ড্যাম এলাকার আশ-পাশে বসবাসকারীরারা জানান ঈদের দিন বিকাল থেকে শুরু করে টানা ৩/৪দিন পর্যটকদের আগমনে এসব এলাকা মুখরিত হয়ে উঠে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন