উখিয়ার বালুখালী পানবাজারের ইজারার নাম ভাঙ্গিয়ে টাকা উত্তোলন, যুবক আটক

fec-image

উখিয়া উপজেলার বালুখালী পানবাজারের নাম ভাঙ্গিয়ে টাকা উত্তোলনের অভিযোগে যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। (১৬জুলাই) মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালী ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প বাজার এলাকা থেকে তাকে হাতে-নাতে আটক করে।

ক্যাম্পের দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুত্রে জানা গেছে, বালুখালী পানবাজার ইজারা দেওয়া হয়েছে চলতি সনে। কিন্তু পানবাজারের বাইরে এসে একটি সিন্ডিকেট অবৈধভাবে টাকা উত্তোলন করে আসছিল দীর্ঘদিন থেকে। যার প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়ে উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকার মৃত আব্দুল হকের ছেলে ওসমান গণি (১৮)কে আটক করে। তাকে উপজেলা সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নেওয়া হচ্ছে বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন।

এ ব্যাপারে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, এখনো আমার কাছে এ ধরনের কাউকে আনা হয়নি। তবে বাজার ইজারার ক্ষেত্রে একটি নির্দিষ্ট একটি পরিমাপ রয়েছে, এর বাইরে কেউ টাকা উত্তোলন করে থাকলে আইনগত অপরাধ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়ার, যুবক আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন