উখিয়ায় উৎসব মুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ

উখিয়া প্রতিনিধি:

উখিয়ায় উৎসব মুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসায় একযোগে শিক্ষার্থীদের হাতে সরকারি বিনামূল্যে বই তুলে দেওয়া হয়।

জালিয়া পালং ইউনিয়নের জুম্মা পাড়া চাক কাটা এমপি আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও মা সমাবেশ সোমবার অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আলম কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও উখিয়া নিউজ ডটকম এর বার্তা সম্পাদক ফারুক আহমদ।

বক্তব্য রাখেন মাস্টার সিকান্দার, মাস্টার আবদুর রহমান, নুরুল আলম নুরু, জাহানারা আক্তার ও মিনা আক্তার। বক্তরা বলেন, ২০১৪ সালে নতুন প্রতিষ্ঠিত চাক কাটা এমপি আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম বারের মত ২০১৭ সালে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছেন। ২৮জন শিক্ষার্থীদের মধ্যে ২জন এ প্লাসসহ ২৬জন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়।

বই উৎসব অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পাষ্ঠ্যপুস্তক তুলে দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন