উপজেলা চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরীর জানাযা সম্পন্ন

ramu pic janaja 14.8.14

রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আহমেদুল হক চৌধুরীর নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সর্বস্তরের হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

জানাযায় বক্তারা বলেন, আহমেদুল হক চৌধুরী সৎ যোগ্য সফল একজন সমাজসেবক, বলিষ্ঠ সংগঠক ও প্রিয় নেতা ছিলেন, রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকান্ডে নিজেকে সব সময় জড়িয়ে রাখতেন। গত উপজেলা নির্বাচনে তাকে রামুর সর্বস্তরের মানুুষ বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেন। তাঁর অকাল মৃত্যুতে রামুবাসী এক যোগ্য নেতাকে হারালেন। রাজনৈতিক জীবনে দেশ ও দলের জন্য তাঁর মহান ত্যাগের কথা জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্মরন করবে। 

জানাযায় এক পর্যায়ে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় হাজার হাজার শোকাহত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আহমদ হোছাইন, উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার শাহজাহান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু থানার ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া, রাজারকুলের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, রামু উপজেলা প্যানেল চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান সেফায়েত আজিজ রাজু, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, মরহুমের বড় ভাই আব্দুল মোমেন চৌধুরী, এড. ওসমান সরওয়ার আলম শাহিন, হাবিব কোম্পানী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মো. হাসান, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, চারকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম, খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আব্দুল মাবুদ, রশিদ নগর ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান নুরুল হক, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মওলা চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম মোক্তার আহমদ, ফতেখাঁরকুলের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক কোম্পানী, মরহুমের ভাই ফতেখাঁরকুল আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, মরহুমের বড় ছেলে মেরাজ আহমেদ মাহিন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি মো. রাসেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামান শাহিন, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, বিএনপি নেতা শহীদুল্লাহ সিকদার, আবুল বশর মেম্বার, আকতার কামাল, আবদুল্লাহ কোম্পানী, ফোরকান আহমদ, মো. মিজানুর রহমান, মোস্তাক আহমদ মেম্বার, ফয়েজ উদ্দিন রাসেদ, বাবু, যুবদল সভাপতি জাবেদ ইকবাল, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, ছাত্রদল সভাপতি জহির আলম, সিনিয়র সহ-সভাপতি আহমদ ছৈয়দ ফরমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হাজার-হাজার শোকার্ত জনতা শরিক হন ।

জানাযায় ইমামতি করেন মুফতি মাওলানা মোর্শেদ আলম চৌধুরী। উল্লেখ্য, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আহমেদুল হক চৌধুরী গত সোমবার ১১ আগষ্ট বাংলাদেশ সময় সকাল ন’টা পনের মিনিটে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন