উপজেলা নির্বাচনে আ’লীগের দৌড়ঝাঁপ বিএনপি চুপচাপ

কক্সবাজার প্রতিনিধি:

একাদশ সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই আগামী মার্চে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে কক্সবাজার জেলায়। ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। এখনো এ নিয়ে কোনো সাড়া নেই বিএনপির।

নির্বাচন কমিশন ৩ ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার কথা জানিয়েছেন। সে ঘোষণার পর থেকে উপজেলা নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে এ তোড়জোড় শুরু হয়। তবে এই তোড়জোড় আপাতত সরকারি দল আওয়ামী লীগে মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উভয় পদেই অনেক আগ্রহী দেখা যাচ্ছে। বিএনপি বা অন্য কোনো দলের প্রার্থীদের আগ্রহ এখনও পর্যন্ত দেখা যায়নি।

জানা গেছে, ফেব্রুয়ারিতে সম্ভাব্য তফসিল ঘোষণার পর থেকে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাচনের হাওয়া লেগেছে। তবে তা আপাতত আওয়ামী লীগের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে জেলার এক উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতার ব্যানারে ১০ জনের বেশি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে। এতে রয়েছে ডাকসাইটে নেতা ও নবীন অনেকে। এসব আওয়ামী লীগ নেতারা সবাই দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করার কথা বলছেন। ইতিমধ্যে অনেকে দলীয় মনোনয়ন পেতে লবিংও শুরু করেছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের আট উপজেলায় উপজেলা নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছেন আওয়ামী লীগের আগ্রহীরা। এর মধ্যে চকরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালীর চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা আলহাজ ফজলুল করিম সাঈদী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পশ্চিম বড়ভেওলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু এবং আওয়ামী লীগ নেতা নুরে হাবিব তছলিম।

পেকুয়ায় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এড. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো. হোসাইন বি.এ, আরেক সদস্য এস.এম গিয়াস উদ্দীন, শীলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

মহেশখালীতে প্রার্থী হওয়ার আগ্রহ দেখাচ্ছেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার, মালয়েশিয়া প্রবাসী আওয়ামী লীগ নেতা মার্শাল পাভেল, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক শরীফ, ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসানসহ আরো অন্তত ১০ জন।

কক্সবাজার সদরে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন-গতবারের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল তালেব, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল ও সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু ও ইমরুল হাসান রাশেদসহ আরো কয়েকজন।

রামু উপজেলায় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, বর্তমান উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুল হক চৌধুরী, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার কামাল সোহেলসহ আরো কয়েকজন।

উখিয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী ছাড়াও আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে। টেকনাফ উপজেলায় প্রার্থী হতে পারেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, বর্তমান উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আবদুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা যুবলীগের সভাপতি নূরুল আলম।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সরওয়ার আলম, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরীসহ আরো কয়েকজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ’লীগের সভাপতি কাউন্সিলর কোহিনুর আকতার ও মিছবাহার ইউসুছসহ আরো কয়েকজন।

কুতুবদিয়ায় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি আওরঙ্গজেব মাতব্বর।

এদিকে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগে তোড়জোড় চললেও বিএনপি বা অন্য কোনো দলের প্রার্থীদের কোনো আগ্রহই দেখা যাচ্ছে না। এর কারণে হিসেবে তারা বিএনপিসহ অন্যান্য দলের নীতি-নির্ধারকরা বলছেন, আওয়ামী লীগ সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও জালিয়াতি করে বিজয় ছিনিয়ে নেবে। তাই বিএনপি বা অন্য কোনো দলের নেতাদের প্রার্থী হওয়ার আগ্রহ নেই।

এই প্রসঙ্গে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই। আওয়ামী লীগ একাদশ সংসদ নির্বাচনে তা চূড়ান্তভাবে প্রমাণ করেছেন। উপজেলা নির্বাচনেও এই নির্লজ্জ পদ্ধতির নির্বাচন হবে। এতে কোনো সন্দেহ নেই। তাই বিএনপির কোনো নেতা এখন নির্বাচন করতে আগ্রহী নয়। তারপরও পরিস্থিতি পাল্টালে কি হয় দেখা যাক।’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি দিয়ে দেশের মানুষের প্রবল আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন চারিদিকে আওয়ামী লীগের জয়জয়কার। এতে দলের নেতারাও বেশ চাঙ্গা। সেই প্রেক্ষাপটে দলের মনোনয়ন পেতে একাধিক আগ্রহী নেতা রয়েছেন। কিন্তু সবাইকেতো মনোনয়ন দেয়া যাবে না। যোগ্যতার বিচারে যেই সবার চেয়ে যোগ্য তাকেই আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা, কক্সবাজার, নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন