উপজেলা পরিষদ নির্বাচনে দীঘিনালায় ৬ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

দীঘিনালা প্রতিনিধি:

২য় পর্যায়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দীঘিনালায় উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমার নিকট আবেদন করে ৫জন চেয়ারম্যান পদে এবং একজন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

প্রত্যাহারকৃত প্রার্থীদের মধ্যে রয়েছে, স্বতন্ত্র প্রার্থী জনসংহতি সমিতি(এমএন লারমা) সমর্থিত, কেন্দ্রীয় পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজ্যময় চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, প্রিয়দর্শী চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সাধন চন্দ্র চাকমা।

অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন, অনুপম চাকমা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রার্থীতা প্রত্যাহারের পর নির্বাচনী মাঠে রেয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম,  স্বতন্ত্র প্রার্থী  প্রফুল্ল কুমার চাকমা, উমেশ কান্তি চাকমা চেয়ারম্যান পদে রয়েছে।

অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, মো. মোস্তফা কামাল মিন্টু, সমদা নন্দ চাকমা, সুসময় চাকমা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা,  সীমা দেওয়ান, এবং লিপি দেওয়ান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন