Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

উপজেলা পরিষদ নির্বাচন: রামগড়ে আওয়ামী লীগ প্রার্থীর ছড়াছড়ি, অন্য দল নীরব

নিজস্ব প্রতিবেদক, রামগড়:

খাগড়াছড়ির রামগড়ে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর ছড়াছড়ি। দলটির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে।

অন্যদিকে নির্বাচন নিয়ে বিএনপি বা আঞ্চলিক দলের কোনো সাড়া দেখা যাচ্ছে না। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন পেতে মরিয়া হয়ে ছুটছেন। তারা জেলা নেতাদের দ্বারে দ্বারে ঘুরে তাদের মন জয়ের চেষ্টা তদবির করছেন। দলের এতদিন অবহেলিত কাউন্সিলরদেরও খাতির-যত্ন করা হচ্ছে মনোনয়নে সমর্থন পাওয়ার জন্য।

তথ্য অনুসন্ধানে জানা যায়, রামগড়কে  মহকুমা থেকে উপজেলায় অবনমিত করার পর এ পর্যন্ত পাঁচবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী একবারও জয়লাভ করতে পারেনি। ১৯৮৫ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একেএম আলীম উল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ১৯৮৬ সালের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী বেলায়েত হোসেন ভূঁইয়া (মরহুম) চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৯ ও ২০০৮ সালের নির্বাচনেও তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বেলায়েত হোসেন ভূঁইয়ার ভাইপো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া(ফরহাদ)। ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও দলীয় অন্তঃকোন্দলের কারণে দলটির প্রার্থী বিজয়ী হতে পারেনি।

এবারও উপজেলা নির্বাচনের ঘোষণা আসার সাথে সাথে আওয়ামী লীগের অসংখ্য প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছে। তবে এবার মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের বেশীর ভাগই তরুণ। এদের মধ্যে রয়েছেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম কামাল, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার কাউন্সিলর মো. আহসান উল্লাহ ও  ২০১৬ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী মো. রিয়াজ উদ্দিন রিপন।

এছাড়া আওয়ামী লীগের অন্য সম্ভাব্য প্রার্থী হচ্ছেন, রামগড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শাহ আলম মজুমদার, পাতাছড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী নুরুল আলম(আলমগীর), উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী রফিকুল ইসলাম মিন্টু,  আওয়ামী লীগে সদ্য যোগদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি মেম্বার করিমল হক মজুমদার।

তবে এক্ষুনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক চেয়ারম্যান পদে আরও একজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। আওয়ামী লীগের  প্রার্থীর মধ্যে বিশ্ব প্রদীপ ত্রিপুরা ২০১৬ সালে অনুষ্ঠিত রামগড় পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ শাহজাহানের কাছে পরাজিত হন। রফিকুল আলম কামাল এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। আহসান উল্লাহ ২০১১ ও ২০১৬ সালের পৌর নির্বাচনে দুবার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। মো. রিয়াজ উদ্দিন রিপন ২০১৪ সালের উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির সমীরণ গ্রুপ থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০১৪ সালের নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মো. আব্দুল কাদের। শাহআলম মজুমদার ২০১১ ও ২০১৬ সালের ইউপি নির্বাচনে দু’বার চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৮৩ ও ১৯৯৭ সালে পর পর দু’বার ইউপি মেম্বার নির্বাচিত হয়েছিলেন। কাজী নুরুল আলম(আলমগীর) ২০১১ সালে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদেও রয়েছে দলটির অনেক সম্ভাব্য প্রার্থী। এদের মধ্যে রয়েছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হক শিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম জিকু, পৌর আওয়ামী লীগের সদস্য শামছুদ্দিন মিলন, উপজেলা যুবলীগের সভাপতি প্রদেশ ত্রিপুরা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক ও পৌরসভার কাউন্সিলর বিষ্ণু দত্ত।

এদিকে, দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা লবিং, তদবির, দৌড়ঝাঁপে ব্যতিব্যস্ত থাকলেও বিএনপি বা অন্য কোনো দল নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ নীরব ভুমিকায় রয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগকারী রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দল আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা এ ব্যাপারে আপাতত নীরব আছি। পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত এলে তখন প্রস্তুতি নেয়া হবে।’

তিনি আরও বলেন, দলের নির্দেশ অমান্য করে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির তিনজন, আওয়ামী লীগের দুইজন, ইউপিডিএফের একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে বিএনপির মূল প্রার্থী মো. শহিদুল ইসলাম ভূঁইয়া চেয়ারম্যান, খাদিজা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুবলীগের সভাপতি আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান  নির্বাচিত হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন