এক বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সাঙ্গাকারা

fec-image

ইংল্যান্ড বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট বিশ্বের জল্পনা-কল্পনা তুঙ্গে। মাঠের বাইশ গজ ছাড়িয়ে বিশ্বকাপের উত্তেজনা পৌঁছে গেছে সর্বোত্র। কারণটাও অবশ্য যৌক্তিক। এই এক আসরে অনেক অখ্যাত ক্রিকেটার বিখ্যাত হয়ে ওঠেন, লেখা হয় নতুন রেকর্ড, নতুন ইতিহাস। আবার রেকর্ড গড়া হয়, ভাঙার জন্যই। কিন্তু বিশ্বকাপের গেলো ১১ আসরে এমন কিছু রেকর্ড আছে যা ভাঙা প্রায় অসম্ভব।

এক বিশ্বকাপে টানা ও সব থেকে বেশি সেঞ্চুরির মালিক এখন পর্যন্ত লঙ্কান ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। ২০১৫ সালের বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন সাঙ্গাকারা। সেই এক বিশ্বকাপেই তিনি হাঁকিয়েছেন টানা ৪টি সেঞ্চুরি। যা গেলো ১১টি বিশ্বকাপে আর ঘটেনি। আর কেউ কখনও করবে কিনা তাও প্রশ্ন থেকে যায়।

সাঙ্গাকারার আগে আরও চার ব্যাটসম্যান আছেন যারা বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করেছেন কিন্তু একই বিশ্বকাপে ও টানা চার সেঞ্চুরির মালিক তিনি একাই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন