ওয়াশিংটনে রাখাইনের নিযার্তনের কথা তুলে ধরলেন দুই রোহিঙ্গা

fec-image

ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত দু’দিনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছেন বাস্তুচ্যূত রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের দু’জন প্রতিনিধি। বর্মী বর্বরতায় বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়া ওই সম্প্রদায়ের ১১ লাখ নারী-পুরুষ এবং শিশু বাংলাদেশে অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।

বাস্তুচ্যূত ওই রোহিঙ্গাদের অধিকার তথা রাখাইনে শান্তি পূনঃপ্রতিষ্ঠা এবং নিজ নিজ বসতভিটায় তাদের প্রত্যাবাসনের দাবিতে সোচ্চার সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান মুহিবুল্লাহ এবং তার সহকর্মী মোহাম্মাদ নওকীম সম্মেলনে যোগ দিয়েছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে এবং বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মুহিবুল্লাহ ও নওকীম যুক্তরাষ্ট্র গেছেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বেশ কয়েকজন রোহিঙ্গা নেতা জানিয়েছেন, তারা যাওয়ার আগে আমাদের সাথে আলাপ করেছেন যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন, বর্বর নির্যাতনের বর্ণনা তুলে ধরবেন। এর পাশাপাশি পূর্ণ নাগরিকত্ব, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের মধ্যদিয়ে নিরাপদ প্রত্যাবাসনের দাবি উত্থাপন করার কথা বলেছেন এই দুই সদস্য।

জানা গেছে, রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি ছাড়াও ধর্ম-বিশ্বাসের কারণে নির্যাতনের শিকার বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন। ১৬ ও ১৭ জুলাই’র ওই সম্মেলনে ১৩০ দেশের প্রায় এক হাজারের বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তাদের রিপোর্ট মতে, সেখানে যেমন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা আছেন, তেমনি রয়েছেন নাগরিক সমাজ, রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা। বেশ ক’জন পররাষ্ট্র মন্ত্রীও এতে অংশ নিয়েছেন।

সুত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশের প্রধান ৪টি ধর্মের প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। প্রতিনিধি দলে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে আছেন অ্যাডভোকেট নির্মল চ্যাটার্জি। তিনি হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা। ওই দলে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে রয়েছেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সচিব নির্মল রোজারিও। বৌদ্ধ ধর্মের প্রতিনিধি হিসাবে গেছেন হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অশোক বড়ুয়া এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ-জামাত শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ তনয় মাওলানা জুনুদ উদ্দিন মাকতুম। তিনি জমিয়তুল উলামা বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ সরকারের ওই প্রতিনিধি দলে তরিকত ফেডারেশনের নেতা তৈয়বুল বশর মাইজভন্ডারিও অন্তর্ভূক্ত রয়েছেন বলে জানা গেছে। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারির ছেলে।

ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ প্রতিনিধি দল ধর্মীয় স্বাধীনতায় নিজ দেশের প্রেক্ষিত এবং বাস্তবতা নিয়ে কথা বলবে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াশিংটনে, দুই রোহিঙ্গা, রাখাইনের নিযার্তনের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন