কক্সবাজারের চকরিয়ায় বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) দুপুরে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হল- ডুলাহাজারা ইউনিয়ানের ৯নং ওয়ার্ড উত্তর রংমহল গ্রামের ছরুয়ার আলম ড্রাইভারের কন্যা সাজিয়া জন্নাত (১০) ও একই এলাকার নেজাম উদ্দিন ড্রাইভারের কন্যা আসমাউল হুসনা (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত ৫/৬ মাস আগে রংমহল গ্রামের নিকটবর্তী বগাইছড়ি ছড়াখাল থেকে রেললাইন প্রকল্পের কাজে বালু উত্তোলন করে। এতে সৃষ্ট বড় বড় গর্তগুলো ছড়াখাল ও বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়। ঘটনার দিন দুপুরে শিশু সাজিয়া জন্নাত ও আসমাউল হুসনা বগাইছড়ির ছড়াখালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে একজন গর্তের পানিতে পড়ে যায়।

অপর শিশু তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে গিয়ে মারা যায়।

তবে এলাকাবাসীর অভিযোগ বগাইছড়ি ছড়াখাল থেকে বালু উত্তোলন নিষেধাজ্ঞা চেয়ে উধ্র্বতন মহলে আবেদন করেছিল। বিষয়টি তদারকি করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হলে পরে কোন ব্যবস্থা নেননি।

পানিতে পড়ে দুই শিশু নিহতের সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।

চকরিয়া থানার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধূরী বলেন, উপপরিদর্শক (এসআই) প্রিয়লাল ঘোষ নিহত দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরে করেন। অভিভাবকের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজারের চকরিয়ায় বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন