কক্সবাজার জেলা শ্রমিক নেতাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার জেলা সিএনজি অটোরিক্সা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.ছিদ্দিক, সাধারন সম্পাদক ছিদ্দিক আহমদ ও অর্থ সম্পাদক নাছির উদ্দিনের উপর হামলাকারী ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রামু অটোরিক্সা, টেম্পো, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ও সকল শ্রমিক বৃন্দ ।

শুক্রবার (৭ আগষ্ট) সন্ধ্যায় রামু চৌমুহনী চেরংঘাটা সড়কস্থ শ্রমিক অফিসে জুরুরী সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি ছৈয়দ আহাম্মদ।

সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি হারুনুর রশিদ, সহ সভাপতি নবী হোছাইন, সহ-সাধারণ সম্পাদক নুরুল আজিম, যুগ্ম সম্পাদক মো. ইকবাল, আবু তাহের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবুল, অর্থ সম্পাদক লুৎফর কবির, দপ্তর সম্পাদক মোঃ শফি, প্রচার সম্পাদক মোঃ ইলিয়াছ, লাইন সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য আবু ছৈয়দ, মোহাম্মদ উল্লাহ ও শফি আলম প্রমূখ।

সভায় শ্রমিক নেতারা কক্সবাজার জেলা সিএনজি অটোরিক্সা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছিদ্দিক, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ ও অর্থ সম্পাদক নাছির উদ্দিনের উপর হামলাকারী ভাড়াটিয়া সন্ত্রাসী জিন্নাত আলী, জালাল উদ্দিন, মনছুর, জনু, আমান উল্লাহ ও আজগর আলীসহ চিহ্নিত সন্ত্রাসীদের কে গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এঘটনায় বুধবার (৫ আগস্ট) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস চত্ত্বরে কক্সবাজার জেলা অটোরিক্সা-টেম্পু-সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন, রামু উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন