কাপ্তাইয়ে `আনন্দ’র আয়োজনে প্রকল্প কার্যক্রম পর্যালোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সম্প্রদায় ও প্রতিষ্ঠানের ক্ষমতায়নের মাধ্যমে পারস্পরিক আস্থা অর্জন প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আনন্দ’ এর আয়োজনে প্রকল্প কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

পর্যালোচনা সভায় আনন্দ এর প্রকল্প ব্যবস্থাপক রাখি ম্রং, প্রোগ্রাম সমন্বয়ক ইকবাল ফারুক, আনন্দ এর কাপ্তাই উপজেলা সমন্বয়কারী সুখেন্দু চাকমা, রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাঙ্গামাটি জেলা হেডম্যান এসোসিয়েশানের যুগ্ম-সম্পাদক থোয়াই অং মারমা, ওয়া্গ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য অমল দে, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, কারবারীসহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পর্যালোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দ এর প্রকল্প ব্যবস্থাপক রাখি ম্রং।

পর্যালোচনা সভায় বক্তাগণ বলেন, পার্বত্যঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষে পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে, তবেই শান্তি প্রতিষ্ঠা লাভ করবে এতদঞ্চলে।

বক্তাগণ আরও বলেন, এই অঞ্চলের রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি, তাই এই সংগঠনের মাধ্যমে পার্বত্যঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরা হয়েছে বিশ্ববাসীর কাছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন