কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ক সভা

কাপ্তাই প্রতিনিধি:

মাদক, বাল্যবিবাহ ও ট্রাফিক আইন সচেতনতা বিষয়ে কর্ণফুলী সরকারি কলেজ শিক্ষার্থীদের নিয়ে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায়  কলেজ অধ্যক্ষ এএইচএম. বেলাল চৌধুরীর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাইছার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মাদ নূর, অধ্যাপক মোতালেব হোসেন, বিপুল কান্তি বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, ট্রাফিক অফিসার টিএসআই জয়নাল আবেদীন প্রমুখ।

সচেতনতামূলক সভায় কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষকগণ অংশ্র গ্রহণ করে। প্রধান অতিথি বলেন, আমরা সচেতন না হওয়ার দরুন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। তাই মাদককে না বলতে হবে, বাল্য বিবাহ হতে সড়ে আসতে হবে এবং নিরাপদে পথ চলতে হলে ট্রাফিক আইন মেনে চলতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন