কাপ্তাই বনদস্যুদের হামলায় ৩ বনপ্রহরী আহত

fec-image

পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই কর্ণফুলী বন রেঞ্জের খালের মুখবিট নামক এলাকায় ডিউটি পালন কালে বনদস্যুদের হাতে তিনজন বনপ্রহরী গুরুত্বর ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। দূর্গম বনের মধ্যে (শুক্রবার) বিকাল ৫টায় বনপ্রহরীরা কর্তব্য পালন কালে দস্যুরা পিছন থেকে হামলা করে। হামলায় বনপ্রহরী এনামুল,রফিক ও মহিন উদ্দিন গুত্বরভাবে আহত হয়।

জানা যায়, বনপ্রহরী এনামুল প্রাথমিক চিকিৎসারত অবস্থায় আছে। এছাড়া বনপ্রহরী রফিকুল ইসলাম ও মহিন উদ্দিনকে গুরুত্বর অবস্থায় শনিবার (৬ জুলাই) রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা যায়। বন বিটটি দূর্গম হওয়ার দরুন বিট কর্মকর্তা মনিরুল ইসলাম আনসারিকে মোবাইল সংযোগে পাওয়া যায়নি। তবে সহকারী বন সংরক্ষক কাপ্তাই সার্কেল (এসিএফ) নুরুল ইসলাম ঘটনার সতত্য স্বীকার করেন।

তবে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে কিনা তাৎক্ষনিক তিনি বলতে পারেনি । উল্লেখ্য,বৃষ্টি হওয়ার দরুন উক্ত বিটে বনদস্যুদের উৎপাত বৃদ্বি পেয়েছে। এবং বন প্রহরীরা আতংকিত রয়েছে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্ণফুলী, কাপ্তাই, পার্বত্য চটগ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন