Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কাপ্তাই সিএমসি কর্তৃক বন রক্ষার্থে পাহাড়াদারদের পোশাক সামগ্রী বিতরণ

কাপ্তাই প্রতিনিধি:

শাইনিং হিলের সহযোগিতায় কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জের সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসিরি)এর উদ্যোগে কাপ্তাই ও কর্ণফুলী দু’টি রেঞ্জের পাহাড়াদার( সিপিজি) সহযোগী হিসাবে ৮৯জন পাহাড়াদারকে পোশাক প্রদান করা হয়।

বৃহস্পতিবার কাপ্তাই ৪নং ইউপি কার্যালয়ে  পোশাক, জুতা, টুপি, লাঠি, বাঁশি, টসলাইটসহ পোশাক সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সচিব ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোহাম্মাদ আলী, সিএমসি সদস্য ও সাংবাদিক কবির হোসেন। এ সময় সকল বন বিট কর্মকর্তা ও সিএমসির সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের দশটি বিটে এ সকল পাহাড়াদার বিট কর্মকর্তার নেতৃত্বে এবং বনরক্ষাকারীদের পাশাপাশি সহযোগী হিসাবে রাতে কিংবা দিনে বন রক্ষার্থে কাজ করে যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন