কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মৎস্যজীবিসহ সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইসুল আলম মন্ডল।

শনিবার (১৯ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার অধীনে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমাণ্ডার ( নৌবাহিনী) মোহাম্মদ আসাদুজ্জামান।

পরে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সচিবসহ অতিথিরা। এবছর কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ১৫ দিন ব্যাপী ২২ মেট্রিকটন মাছের পোনা অবমুক্ত করা হবে বলে বিএফডিসি সূত্রে জানানো হয়।

এদিকে কাপ্তাই হ্রদে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা বিএফডিসি এলাকায় পুড়িয়ে ফেলা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন