কালারমারছড়ায় লবণ ব্যবসায়ীকে মারধর, নগদ টাকা লুট

 

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সন্ত্রাসীদের ফের আনাগোনার ফলে নিরাপদে চলতে পারছেনা সাধারণ ব্যবসায়ীরা।

বুধবার( ১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দক্ষিন ঝাপুয়ার মৃত হাজ্বী মো. ছৈয়দের পুত্র লবণ ব্যবসায়ী মোস্তাক আহমদ লবণ বিক্রির টাকা নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে দক্ষিন ঝাপুয়া টুইট্যার চা’য়ের দোকানের সামনে গেলে স্থানীয় মৃত মৌলভী মা. হোছনের পুত্র বহু মামলার পলাতক আসামি মোজাম্মেল হক ও জহির আলম অতর্কিত ভাবে হামলা করে মোস্তাক আহমদের উপর।

এসময় লবণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। তাকে ব্যাপক মারধর করেছে বলেও স্থানীয়রা জানান।

এব্যাপারে মোস্তাক আহমদ বাদী হয়ে মহেশখালী থানায় লিখিত এজাহার দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালারমারছড়ার পুলিশ ফাঁড়ির আইসি গাজি রাজু আহমেদ। তিনি জানান, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সম্প্রতি সময়ে কালারমারছড়াকে ফের অশান্ত করতে কয়েকটি গ্রুপ রীতিমত দিনের বেলায় সাধারণ মানুষের উপর হামলা করে যাচ্ছে। ফলে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আতঙ্কে রয়েছে।

এই সন্ত্রাসীদেরকে দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন