কুতুবদিয়ার ওসি পেলেন আইজিপিএস পদক

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস অর্জন করলেন পুলিশের আইজিপিএস ব্যাজ (পদক)। আগামী ১০ জানুয়ারি দুপুরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স শিল্ড গ্রাউন্ডে এ পুরস্কার প্রদান করা হবে বলে থানা সূত্র জানিয়েছে।

২০১৭ সালের প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ বিভাগ হতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস কে “Exemplary Good Services Badge” (আইজিপিএস) প্রদান করা হয়।

ইতোমধ্যে তিনি জলদস্যু ও সন্ত্রাস দমনে কুতুবদিয়া থানায় বেশ প্রশংসা কুড়িয়েছেন। একজন মেধাবী চৌকস পরিশ্রমি ও সাহসী পুলিশ অফিসার ওসি দিদারুল ফেরদাউস পুলিশ বাহিনী থেকে জাতিসংঘের দারফুর মিশন শেষে গত বছরের ১৩ আগস্ট কুতুবদিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

তিনি চট্টগ্রাম ভার্সিটি ও চুয়েটের পাঠ শেষে ২০০০ সালে সাব ইন্সপেক্টর হিসাবে যোগদান করেন। ২০০৭ সালে পুলিশের পদোন্নতিপ্রাপ্ত অফিসার ইনচার্জ পরীক্ষায় বিভাগীয় প্রথম হন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন