কুতুবদিয়ায় দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় মালবাহী কাটা টেম্পো চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) উপজেলার বড়ঘোপ অমজাখালী গ্রামে শিশুটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে আলী আকবর ডেইল ফতেহআলী সিকাদার পাড়া থেকে একটি  কাটাটেম্পো অমজাখালীতে খড় পরিবহণ করছিল। ওই গ্রামের মাস্টার জাহাঙ্গীর আলমের স্কুল পড়ুয়া পুত্র আজমাঈন ইসতিয়াক জারিফ (১০) সহ একাধিক শিশু গাড়িতে উঠে ছিল। টেম্পোটি অমজাখালী মধু পুকুর নামক স্থানে পৌঁছলে হঠাৎ জারিফ নিচে পড়ে গেলে গাড়ির চাকা তার উপর দিয়ে চলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একই গ্রামের একরাম উদ্দিনের মালিকানাধীন ওই কাটা টেম্পোর চালক পুতুন্যার পাড়া গ্রামের হেফাজ উদ্দিন(২৮) কে পুলিশ আটক করেছে। নিহত জারিফ ফ্যা.লে.কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণিতে পরীক্ষায় অংশ নিয়ে ৩য় স্থান অর্জন করে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। তার পিতা জাহাঙ্গীর আলম তাবালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন