Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কুতুবদিয়া হাসপাতালে অক্সিজেন নেই ১৫ দিন

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসায় ব্যবহ্নত অক্সিজেন নেই ১৫ দিন ধরে। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা বঞ্চিত হচ্ছে জীবন রক্ষাকারী সেবা থেকে। সারা বছরই ৫০ শয্যার হাসপাতালটিতে ঔষধ ছাড়াও অক্সিজেন সংকট লেগেই থাকে।

প্রত্যন্ত দ্বীপে বেসরকারি কোন ক্লিনিক না থাকায় “অক্সিজেন ” শুধু সরকারি হাসপাতালেই নির্ভশীল। হাসপাতালের স্টোর কিপার রুহুল আমিন জানান, গত একমাস আগে ১১টি অক্সিজেন সিলিন্ডার জমা দিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ে।  বাকী ৯টি খালী সিলিন্ডার পড়ে আছে স্টোরে।

গত একমাসে তিনি ৩ দফা খোঁজ নিয়েছেন সংশ্লিষ্ট অফিসে। কখন পাবেন তা তিনি জানাতে পারেননি। সিনিয়র স্টাফ নার্স মিনাক্ষী দে জানান, অধিকাংশ সময়ই অক্সিজেন সংকট লেগে থাকে। প্রয়োজনীয় মূহুর্তে ভর্তিকৃত রোগী নিয়ে বিপাকে পড়তে হয় তাদের।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জায়নুল আবেদীন বলেন, দু’সপ্তাহের অধিক সময় ধরে অক্সিজেন ফুরিয়ে গেছে। প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম সরবরাহ থাকায় প্রায়ই ভোগান্তির মাঝে পড়তে হয়। শ্বাসকষ্ট, হাঁপানী, নবজাতকদের বিশেষ প্রয়োজনে অক্সিজেন প্রয়োজন হয়ে থাকে।  এ ধরণের রোগী যদি রাতের বেলা হয় তাহলে ঝুঁকি আরো বেড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অক্সিজেন সংকট থাকে। প্রয়োজনের তুলনায় সরবরাহ মেলেনা। খালী সিলিন্ডার সিভিল সার্জন অফিসে জমা দেয়া আছে। খুব শীঘ্রই পাওয়া যাবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন