ক্রীড়া চর্চা যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত করবে

রামু প্রতিনিধি:

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজার-রামুতে ক্রীড়া ক্ষেত্রে বিগত ৫ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। রামুতে বিকেএসপি নির্মাণকাজ এগিয়ে চলছে। এর কাজ সম্পন্ন হলে রামু উপজেলা ক্রীড়া ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে। ক্রীড়া চর্চার মাধ্যমেই যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (৫ অক্টোবর) বিকালে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠনে সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।

খেলায়  কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়া ৪নং ওয়ার্ড খেলোয়াড় একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। দলটি টাইবেকারে লট উখিয়ারঘোনা ৭ নং ওয়ার্ড খেলোয়াড় একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে। এর আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা প্রথম ও দ্বিতীয়ার্ধ গোলশূণ্যভাবে শেষ হয়।

অনুষ্ঠানে সাংসদ কমল অবিলম্বে বাঁকখালী নদীর মনিরঝিল-কাউয়ারখোপ সংযোগ সেতু নির্মাণের ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন