ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে খাল ভাঙন রোধের আশ্বাস: রামুর কৃষকদের স্বস্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি আশকরখিল ফারি খাল ভাঙন ও গ্রামীণ সড়ক পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন এতদাঞ্চলের দীর্ঘদিনের জনদূর্ভোগের কারণ আশকরখিলের খাল ভাঙন রোধে অতিস্বত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনগণ ও কৃষকদের দূর্ভোগ লাঘব করা হবে। পাশাপাশি এই অঞ্চলের গ্রামীণ সড়কের উন্নয়ন করা হবে। খালের ভাঙন রোধ করা গেলে চাষাবাদের জমিতে লবনাক্ত পানি প্রবেশ রোধ করা সম্ভব হবে বলেও তিনি মত প্রকাশ করেন। বুধবার তিনি উক্ত এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, বৌদ্ধ ধর্মীয় নেতা অমূল্য বড়–য়া, যুবলীগ নেতা নবীউল হক আরকান, জোয়ারিয়ানালা ইউপি সদস্য জসীমুল ইসলাম, আবদুস সালাম আজাদ, আমীরুল ইসলাম মনু। এতে আরো উপস্থিত ছিলেন হামিদুল আলম, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের, ওমর হামজা, নাজির হোসেন, শামশুল আলম প্রমুখ।

ইউপি সদস্য আবদুস সালাম আজাদ জানান, আশকরখিল পশ্চিমপাড়ার ফারিখালের পাশে প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ ভেঙে লবনাক্ত পানি প্রবেশের ফলে প্রায় ১১০০ একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে চাষাবাদের উপর নির্ভরশীল এলাকার শত শত কৃষক।

এদিকে কৃষকদের দাবীর প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে আশ্বাস দিলে তারা স্বস্তি প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন