ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

সমাজ কল্যাণ পরিষদ রাঙামাটি শাখা থেকে জেলার ১০টি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এসব আর্থিক সহায়তা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সমাজসেবা সদর উপজেলা কর্মকর্তা আব্দুল রশীদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা দীলিপ চাকমা উপস্থিত ছিলেন। 

জেলা সমাজ সেবা অফিস সূত্রে জানানো হয়, বাঘাইছড়ির ১২০টি দরিদ্র পরিবার, ৪০জন শিক্ষার্থী, বিলাইছড়ি উপজেলার ৯০টি পরিবার, ২৮জন শিক্ষার্থী, বরকল উপজেলার ৯০টি পরিবার, ৩০জন শিক্ষার্থী, লংগদু উপজেলার ৯০টি পরিবার, ৩০জন শিক্ষার্থী, জুরাছড়ি উপজেলার ৯০টি পরিবার, ২৮জন শিক্ষার্থী, রাজস্থলী উপজেলার ৯০টি পরিবার, ২৯জন শিক্ষার্থী, নানিয়ারচর উপজেলার ৯০টি পরিবার, ৩০জন শিক্ষার্থী, কাউখালী উপজেলার ৯০টি পরিবার, ৩০জন শিক্ষার্থী, কাপ্তাই উপজেলার ৯০টি পরিবার, ৩০জন শিক্ষার্থী এবং  রাঙামাটি সদর এবং রাঙামাটি পৌর এলাকার ২৪৯টি পরিবার এবং ৫৭জন শিক্ষার্থীদের এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

মোট হিসেবে জেলার ১০৮৯টি পরিবার এবং ৩৩২জন শিক্ষার্থী  ৬৩লাখ ৮৪হাজার আর্থিক সহায়তা পেয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন