খাগড়াছড়িতে ইউপিডিএফ’র পেট্রোল বোমায় দগ্ধ ঔষধ কোম্পানির প্রতিনিধি খাইরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

ইউপিডিএফ’র সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়িতে ইউপিডিএফ’র পিকেটারদের পেট্রোলবোমা হামলায় দগ্ধ ঔষধ কোম্পানির প্রতিনিধি মো. খাইরুল আলমকে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পিকেটাররা তার মোটরসাইকেলটিও জ্বালিয়ে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানীতে কর্মরত মো. খাইরুল আলম(২৯) বিকালে দীঘিনালা যাওয়ার পথে তিন মাইল এলাকায় ইউপিডিএফের পিকেটারদের কবলে পড়ে। পিকেটাররা তার পিছন থেকে পেট্রোল বোমা ছুড়ে মারলে শরীরসহ মোটরসাইকেলে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়ন ময় ত্রিপুরা জানান, খাইরুল আলমের শরীরের ১০/১৫ ভাগ পুড়ে গেছে। এছাড়া মাথায় গুলতির আঘাত পেয়েছে খাইরুল।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন