“মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি ও পাহাড়ি বাঙালি যেন মিলেমিশে বসবাস করতে পারে সে প্রার্থনা করেন”

খাগড়াছড়িতে ঈদ-উল ফিতর উদযাপিত

fec-image

 

খাগড়াছড়ি জেলায় উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈমামতি করেন, খাগড়াছড়ি শাহী মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা আব্দুর নুর হক্কানী।

প্রধান জামাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পৌর মেয়র রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেৃতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি ও পাহাড়ি বাঙালি যেন মিলেমিশে বসবাস করতে পারে সে প্রার্থনা করেন।

জামাত শেষে পারস্পরিক উষ্ণ কোলাকুলির মধ্য দিয়ে উৎসব আনন্দ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। এর পরই পুরাতন পুলিশ লাইন্স মসজিদ, শালবন মসজিদ, খেজুরবাগান জামে মসজিদ, গাউছিয়া মসজিদ, শান্তিনগর মসজিদ, কুমিল্লাটিলা জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদসহ জেলায় শতাধিক মসজিদেরএ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলার দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি, গুইমারা ও লক্ষ্মীছড়িতে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

2 Replies to “খাগড়াছড়িতে ঈদ-উল ফিতর উদযাপিত”

  1. ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা মুফতি আব্দুন্নবী হক্কানী৷

  2. উনি খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন