খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক বির্পযয়

দুলাল হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলায় তিনটি সরকারি কলেজসহ আট উপজেলায় মোট দশটি কলেজে এইবারের এইচএসসি পরীক্ষার ফলাফলের বির্পযয় ঘটেছে। জেলার সার্বিক ফলাফলে খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ ভাল করেছে। পাশের হার ৯০%। বিজ্ঞান বিভাগে ৩০জন পরীক্ষার্থীর মধ্যে ৩০জনই উর্ত্তীণ হয়েছে, মানবিক বিভাগে ৪৫জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬জন উর্ত্তীণ হয়েছে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬১জনের মধ্যে উর্ত্তীণ হয়েছে ৫৬জন । বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ৫জন, মানবিক বিভাগ থেকে ২জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২জন।

খাগড়াছড়ি সরকারি কলেজে পাশের হার ৫২%। বিজ্ঞান বিভাগের ১৫৪ জন ছাত্রছাত্রীর মধ্যে উর্ত্তীণ হয়েছে ৭২জন, মানবিক বিভাগের ২৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীণ হয়েছে ৯৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫৬জনের মধ্যে ১৬৯ জন উর্ত্তীণ হয়েছে। অত্র কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২জন জিপিএ ৫ পেয়েছে। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে পাশের হার ৩৮%, বিজ্ঞান বিভাগের ১১জন শিক্ষার্থীর মধ্যে ৫জন উর্ত্তীণ হয়েছে, মানবিক বিভাগে ২২০ জনের মধ্যে ৭৯ জন উর্ত্তীণ, ব্যবসায় শিক্ষা থেকে ১০৫জনের মধ্যে ৩৫জন উর্ত্তীণ হয়েছে। দীঘিনালা ডিগ্রি কলেজে পাশের হার ৪৭%। তাছাড়া পানছড়ি কলেজ, মহালছড়ি কলেজ, মানিকছড়ি গিরি মৈত্রী কলেজ, রামগড় সরকারি কলেজ, মাটিরাংগা ডিগ্রি কলেজের সার্বিক ফলাফল ভাল নয় বলে জানা গেছে। খাগড়াছড়ি সরকারি কলেজের পরীক্ষার্থী আনিসুল আলম বারবার পরীক্ষার রুটিন পিছানোকে ফলাফল বির্পযয়ের কারণ মনে করেন। খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল লতিফ জানান, বেশীর ভাগ ছাত্রছাত্রী ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে বলেই ফলাফলের ব্যাপক বির্পযয় ঘটেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন