খাগড়াছড়িতে কৃতি ছাত্রদের সংবর্ধনা দিল জেলা প্রশাসক

দুলাল হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলা প্রশাসন ২০১২ সালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত ১৬৮জন কৃতি ছাত্র/ছাত্রীকে সংবর্ধনা দিয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি টাউন হলে জেলা প্রশাসক মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মিজানুর রহমান, আনসার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট মো আজম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম,খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীলা তালুকদার প্রমূখ।

এবারে খাগড়াছড়ির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ১৪৮জন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০জনকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি ছাত্র/ছাত্রীদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ১হাজার টাকার প্রাইজবন্ড ও সনদ প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার শেখ মিজানুর রহমান মেধাবীদের উদ্দেশে বলেন, মুখস্ত বিদ্যা পরিহার করে সৃজনশীলতার দিকে মনোযোগী হতে হবে। আগামী দিনের দেশ ও জাতী গঠনের জন্যে মেধাবীদের এগিয় আসতে হবে। সরকার শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। জীবনের প্রথম কৃতিত্ব ধারন করে ভবিষৎতে পরীক্ষায়গুলোতে এ সফলতা ধরে রাখতে আরো বেশি মনোযোগী হয়ে অধ্যায়ন করে যেতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন