খাগড়াছড়িতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ২য় দিনের অবস্থান কর্মসূচি পালন

fec-image

রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুর দাবিতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে খাগড়াছড়ির পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বিকাল ৫টা পর্যন্ত পালন করবে এ কর্মসুচি।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন-এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক অংক্যু মারমা ও সাংগঠনিক সম্পাদক প্রভাত তালুকদার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পৌর নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরণের সেবা পৌরসভা দিয়ে থাকে। সেবা দিতে গিয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা মাসের পর মাস বেতন-ভাতা পাননা। কর্মকর্তা-কর্মচারীদের মানবেতর জীনযাপন থেকে মুক্তি পেতে সরকারের কাছ থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার আবেদন জানান তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পৌরসভা সার্ভিস এসোসিয়েশন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন