খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে নানা আয়োজনে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ বিভিন্ন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমেদ খান, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, পৌরসভা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, আওয়ামী লীগ দুই গ্রুপ পৃথকভাবে ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দেন।

খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামও পুলিশ সুপার আলী আহমেদ খান। পরে অনুষ্ঠিত হয় সমসাময়িক বিষয়ের উপর মনোজ্ঞ ডিসপ্লে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া জেলা বিভিন্ন উপজেলায়ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন