খাগড়াছড়ির গুইমারায় অস্ত্র ও গুলিসহ ২ ইউপিডিএফ কর্মী আটক

News pic 25-05-2013

দুলাল হোসেন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারার বড়ইতলী এলাকায়  সেনাবাহিনী এক অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক ও ৮ রাউন্ড তাজা গুলিসহ ২ জনকে আটক করেছে ।

আটকৃতরা হলেন, ইউপিডিএফ‘র চাঁদা কালেক্টর সারজাই মারমা (৩৪) ও মনি কিশোর ত্রিপুরা (৩০)। আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বড়ইতলী চেঙগীপাড়া এলাকায় ইউপিডিএফের আধিপত্য ধরে রাখতে তারা ঐ এলাকায় সর্বদা গোপনীয়ভাবে মিলিত হত। পরে সাধারণ জনগনের কাছ থেকে চাদাঁ আদায় করতে অভিযানে নামত।

গতকাল শনিবার দিবাগত গভীর রাতে আনুমানিক ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন ইমতিয়াজ এর নেতৃত্বে একটি টহলদল বড়ইতলী চেঙগীপাড়া এলাকায় অভিযান চালায় এবং  অস্ত্রসহ হাতে-নাতে ইউপিডিএফের ২ সক্রিয় কর্মীকে আটক করে। পরে আটককৃতদের গুইমারা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ইউপিডিএফ এক বিবৃতিতে আটককৃতদের নিজেদের কর্মী দাবী করে জানায়, নিরাপত্তাবাহিনীর সদস্যরা বাড়ী থেকে তাদের তুলে এনে দুই ইউপিডিএফ সদস্যের আটক করেছে। তারা এই ঘটনার নিন্দা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন