খাগড়াছড়ির পর্যটনে যোগ হচ্ছে ‘ক্যাবল কার’

বাংলাদেশের পর্যটন শিল্পকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে খাগড়াছড়ির পর্যটন শিল্প নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শিঘ্রই অপরূপ সৌন্দর্য্যের লীলাভুমি পর্যটন শহর খাগড়াছড়িতে যোগ হবে ‘ক্যাবল কার’। ক্যাবল কার যুক্ত হওয়ার মধ্য দিয়ে পর্যটন শিল্পে আরো এক ধাপ এগিয়ে যাবে পাহাড়ী জেলা খাগড়াছড়ি।

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে জিরোমাইলে অবস্থিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ‘হর্টিকালচার পার্ক’ পর্যন্ত ‘ক্যাবল কার’ স্থাপিত হলে খাগড়াছড়ির সবুজ অরণ্য অবলোকনসহ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার সুযোগ পাবে পর্যটকরা। এমনটাই মনে করছেন পাহাড়ের সচেতন মহল।

‘ক্যাবল কার’ স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যে ডিজিটাল স্যাটেলাইট সার্ভে সম্পন্ন করেছে চীন থেকে আসা একটি দক্ষ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম। এ কর্মযজ্ঞে বিদেশীদেরকে চীন থেকে আসা টিমকে সহযোগিতা করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের একটি টিম।

খুব শীঘ্রই ক্যাবল কার স্থাপনের কাজ পুরোদমে শুরু হবে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরী অপু বলেন, ক্যাবল কার আমাদের স্বপ্ন। আমরা স্বপ্নের পথে হাঁটছি। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা খাগড়াছড়িকে পর্যটন শহরে পরিণত করার পথে এগিয়ে যাচ্ছি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, খাগড়াছড়িবাসীর বহুদিনের স্বপ্নের ‘ক্যাবল কার’ দৃশ্যমান হওয়ার মধ্যদিয়ে বৈচিত্র আসবে খাগড়াছড়ির পর্যটন শিল্পে। গড়ে ওঠবে পর্যটক বান্ধব সম্প্রীতির খাগড়াছড়ি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন