খাগড়াছড়ির ৫৭২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাস্টের উপবৃত্তি পেল

সিনিয়র স্টাফ রিপোর্টার :

পার্বত্য খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠঅনের ৫‘শ ৭২ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাস্টের উপবৃত্তি পেয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি সরকারি কলেজের স্নাতক ও সমমান পর্যায়ের ৩‘শ ২০জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংষদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ‘র চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল লতিফ, খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার এ.কে.এম শাহজাহান। খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার এ.কে.এম শাহজাহান এ প্রতিনিধিকে জানান, এবছর পার্বত্য খাগড়াছড়িতে ৬টি কলেজের ৫‘শ ৭২জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাস্ট থেকে উপবৃত্তি প্রদান করা হয়েছে। মহালছড়ি ও লক্ষীছড়ি কলেজে অনার্স লেবেল না থাকায় উপবৃত্তি প্রদান করা হয়নি বলেও জানান তিনি। সুত্রমতে এবছর দিঘীনালা কলেজের ৯৬জন, পানছড়ি কলেজের ৩০জন, মাটিরাঙ্গা কলেজের ৪২জন, মানিকছড়ি কলেজের ৪২জন, রামগড় কলেজের ৪২ ছাত্র/ছাত্রীকে প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাস্ট থেকে উপবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থী ৪ হাজার ৯‘শ টাকা উপবৃত্তি পেয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন