খাগড়াছড়ি গিরিফুলে দুই শতাধিক হত-দরিদ্র পাহাড়িদের মাঝে নিরাপত্তাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে গিরিফুল এলাকায় দুই শতাধিক  অসহায় ও হত-দরিদ্র পাহাড়িদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের দুর্গম গিরিফুলের পাহাড়ি এলাকায় প্রত্যেক বাড়ি-বাড়ি গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি নিরাপত্তাবাহিনীর রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি খাড়গাছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাজমুস সালেহীন সৌরভ।

এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল জিএম সোহাগ ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রচণ্ড শীতে কম্বল পেয়ে খুশি এ এলাকার হত-দরিদ্র ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। তারা নিরাপত্তাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন