খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীকে ঘিরে সাজ সাজ রব

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) পার্বত্য জনপদের প্রাচীন বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসব। দিন যত ঘনিয়ে আসছে তত যেন ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। প্রিয় ক্যাম্পাসে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করতে যেন কোন কিছুর কমতি না থাকে সে লক্ষ্যে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এ পুনর্মিলনীকে ঘিরে খাগড়াছড়ি এখন সাজ সাজ রব।

শনিবার হতে যাচ্ছে, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের স্বাগত জানাতে চলেছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া পুনর্মিলনী উৎসবে যোগ দিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা খাগড়াছড়ি আসতে শুরু করেছেন। দীর্ঘ সময়ের প্রস্তুতি শেষ সময়ে এসে বেড়েছে ব্যস্ততা। ষাট বছরে বিভিন্ন ব্যাচের স্মৃতি রোমন্থ করে দিতে একাডেমিক ভবন গুলোর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রঙিন দেয়াল চিত্র। পৃথক পৃথক ব্যাচের তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেঁয়ে গেছে জেলা শহরের বিভিন্ন অলিগলি।

অনেক দিন পর  প্রিয় ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমানদের মিলন মেলা। দেখা হবে পুরানো অনেক বন্ধুর সাথে। যারা আগেভাগে চলে এসেছেন তারা ঘুরেঘুরে উৎসব প্রস্তুতির তদারকি ও কাজ করছেন।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটি যুগ্ম আহ্বায়ক জানে আলম বলেন, পাহাড়ের প্রাচীন বিদ্যাপীঠের পুনর্মিলনী উৎসবকে সম্প্রীতির মেলবন্ধন উৎসবে পরিণত করতে আয়োজক কমিটির ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী উৎসব সম্পন্ন করতে জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন