খাগড়াছড়ি সরকারি কলেজে পিসিপি’র নবীনবরণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

“শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ বন্ধ কর, জাতীয় অস্তিত্ব রক্ষার্থে জেগে উঠো ছাত্র সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের অনানুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ক্লাশ শুরুর পূর্বে নবীন ছাত্রদের ফুল দিয়ে বরণ ও কলেজ প্রাঙ্গণে শুভেচ্ছা মিছিল করা হয়।

ক্লাশ শেষে নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এলটন চাকমার সঞ্চালনায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেসীম চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সহ সাধারণ সম্পাদক সোনায়ন চাকমা, জেলা তথ্য ও প্রচার সম্পাদক সুভাষ চাকমা, মহালছড়ি থানা শাখার সভাপতি তপন চাকমা প্রমুখ।

এদিকে আনুষ্ঠানিকভাবে নবীন বরণ অনুষ্ঠান করতে চাইলে কলেজ কর্তৃপক্ষ অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছে পিসিপির নেতৃবৃন্দ।

জেসীম চাকমা নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা এই নবীন বরণ অনুষ্ঠান পাহাড়ি-বাঙালি সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে জাকজমক ও আনুষ্ঠানিকভাবে করতে চেয়েছিলাম। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা করতে দেয়নি।’

সোনায়ন চাকমা অভিযোগ করে বলেন, ‘সমতল আর পাহাড়ের শিক্ষার পরিবেশ এক নয়। এখানে পাহাড়ি ছাত্রদের প্রতিনিয়তই আতংকে থাকতে হয়। পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়াটা স্বাভাবিক। আমরা ছাত্রদের অধিকারের কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করি, এটাই আমাদের অপরাধ।’

সুভায় চাকমা বলেন, ‘আমরা নিপীড়িত, অধিকারের জন্যই লড়ছি। টেন্ডারবাজির রাজনীতির সাথে জড়িত নই। আমাদের পাহাড়ি নারীরা বিশেষ করে ছাত্রীরা প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় ভোগে। যদি মা-বোনকে নিরাপত্তা দিতে না পারি তাহলে বেঁচে থেকে লাভ নেই। আমরা অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিরোধক হতে চাই।পাহাড়ি-বাঙালী ছাত্রদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বিরাজ করুক এটা কারোও কাম্য নয়।’

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের ফ্যাসিস্ট নীতি বন্ধের দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন