গর্জনিয়ায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Untitled-1 to

আব্দুল হামিদ:
কক্সবাজার জেলার রামু গর্জনিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় বড়বিলস্থ আল নজির ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে শুরু হওয়া ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইশত জন প্রতিবন্ধী, অসহায়, গরীব, মিসকিন, বিধবা ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ।

এসময় রামু উপজেলার গর্জনিয়া উত্তর বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদরাসায় দশ হাজার টাকা, ঈদগাওঁ পোকখালী এমদাদিয়া আজিজুল উলূম মাদরাসায় দশ হাজার টাকা, রামু জোয়ারিয়ানালা মাদরাসায় দশ হাজার টাকা, রামু চাকমারকুল দারুল উলূম মাদরাসায় পাঁচ হাজার টাকা, ইদগড় হাফেজিয়া দারুল উলুম মাদরাসা পাঁচ হাজার টাকা, রামু বাইপাশ জামে মসজিদ ত্রিশ হাজার টাকা, গর্জনিয়া ফয়েজুল উলুম মাদরাসা জামে মসজিদ ছয় হাজার টাকা, গর্জনিয়া উত্তর বড়বিল খতিজাতুল কুবরা জামে মসজিদ দশ হাজার টাকা, গর্জনিয়া দক্ষিণ বড়বিল জামে মসজিদ তিন হাজার টাকা, থোয়াইংকাটা স্টেশন জামে মসজিদ তিন হাজার টাকা, বাইশারী আদর্শ গ্রাম জামে মসজিদ তিন হাজার টাকা, বাইশারী আলী মিয়া পাড়া জামে মসজিদ তিন হাজার টাকা, মধ্যম বাইশারী জামে মসজিদ তিন হাজার টাকা, উত্তর মাঝির কাটা মসজিদে ওমরাইন তিন হাজার টাকা , মাঝির কাটা বোমাংখিল জামে মসজিদ তিন হাজার টাকা নগদ অর্থ ইফতারীর জন্য সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আব্দুল হক, আল নজির ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, সাংবাদিক আব্দুল হামিদ, স্বেচ্ছা সেবকলীগ নেতা মঞ্জুরুল আলম, নুরুল ইসলাম নাহিদ,যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জকের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম বলেন, দীর্ঘদিন যাবত সরকারের পাশাপাশি আল নজির ফাউন্ডেশন গরীব, অসহায় , মিসকিন, বিধবা, দুস্থদের সাহায্য সহযোগিতা, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতাসহ নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরো বলেন, আল নজির ফাউন্ডেশন যেন ভবিষ্যতে আত্ম মানবতার সেবায় বেশি বেশি কাজ করে যেতে পারে তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কামনা করছি।

অনুষ্ঠান শেষে আল নজির ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মাহমুদুল হাসান উপস্থিত জনতার কাছে আল নজির ফাউন্ডেশনের পরিচালক আল্লামা শেখ হারুন আজিজির জন্য দোয়া কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন