গুইমারাই বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে উল্লাস

গুইমারা প্রতিনিধি:

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  খাগড়ছড়ি গুইমারা  প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা গুলোতে বই উৎসব উদযাপিত হয়েছে।

নতন বছরের শুরুতেই নতুন বই হাতে নিয়ে নতুন শ্রেণীতে শিক্ষা কার্যক্রম শুরু করবে এ যেন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দের উল্লাস।

মঙ্গলবার সকাল ১০টা থেকে পৃথক পৃথক ভাবে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্য বই বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে  বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।

এসময় গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, থানার অফিসার ইনচার্জ বিদ্যুত কুমার বড়ুয়া, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থীরাসহ উপস্থিত ছিলেন।

উপজেলার বেশকয়েকটি বিদ্যালয়ে নতুন বইয়ের পাশাপাশি নতুন কলম নতুন খাতাও বিতরণ করেছেন গুইমারার শিক্ষা বান্ধব মেমং মারমা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর নবসৃষ্ট গুইমারা উপজেলা ৪হাজার পাঁচশত শিক্ষার্থীর মাঝে প্রায় ৩৬হাজার নতুন পাঠ্যবই বিনামূল্যে বই উৎসবের মাধ্যমে পর্যায়ক্রমে বিতরণ শুরু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন