গুইমারা উপজেলা নির্বাচনে ৫ চেয়ারম্যানসহ ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

16700063_656137444588857_1685742355_n

গুইমারা প্রতিনিধি :

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।

সকালে সরকার দলীয় সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং দলীয় নেতাকর্মীদের নিয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বিএম মশিউর রহমানের হাতে মনোনয়ন পত্র জমা দেন। পরে বিএনপি সমর্থীত প্রার্থী মো. ইউসুপ সহ স্বতন্ত্র প্রার্থীরা একে একে মনোনয়ন পত্র জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, গুইমারাবাসীর প্রাণের দাবীর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সদইচ্ছা অনুযায়ী ২০১৫ সালের ২ জুন সচিবালয়ে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) বৈঠকে খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। এতে জেলার রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নিয়ে নবসৃষ্ট গুইমারা উপজেলা গঠিত হয়।

সর্বশেষ গুইমারাকে নিয়ে খাগড়াছড়ির উপজেলার সংখ্যা দাঁড়ায় ৯টি। তিন ইউনিয়ন মিলিয়ে গুইমারা উপজেলার জনসংখ্যা প্রায় ৫৫ হাজার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন