গুইমারায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারাতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি উপজেলা সফরের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার(২৬ নভেম্বর) দুপরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, নতুন পদ্ধতিতে দেশে প্রথম জাতীয় নির্বাচন। নবসৃষ্ট গুইমারা উপজেলার মানুষকে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে সকলে মিলে ভোটকে উৎসব হিসেবে উপভোগ করলে নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মার্মা, মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান মেমং মারমা, চাইথোয়াই চৌধুরী, রেদাক র্মামা, অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠান শেষে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শুকনো খাবার, সোলার প্যানেল বিতরণ করেন এবংউপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলোর উদ্বোধনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মার্মা, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউচুপ, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী এবং সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মার্মা বক্তব্য রাখেন ।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে অংশগ্রহণ করা সহ নির্বাচন পরবর্তীতে সহিংসতা এড়াতে জেলা প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন।

গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মার্মা  বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইতিমধ্যে প্রশাসন সহ সরকার সফল হয়েছেন। তিনি আরও বলেন, শান্তিপ্রিয় গুইমারাবাসী সরকারের উন্নয়নে বিশ্বাস করে। অতিত জীবনে কখনো গুইমারায় রাজনৈতিক সহিংসতা হয়নি ভবিস্যতেও হবেনা। এ সময়ে তিনি সরকারের উন্নয়নের নানান দিক তুলে ধরেন ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন