গুইমারায় বর্নিল আয়োজনে জাতীয়তাবাদী দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গুইমারা প্রতিনিধি:

বর্নিল আয়োজনে খাগড়াছড়ি জেলার গুইমারায়  জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার(১ সেপ্টেম্বর) বেলা ৪টায় গুইমারা  উপজেলা বিএনপির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা র‌্যালি নিয়ে বের হতে গেলে পুলিশ বাধা দেয়।

পুলিশের বাধায় অবশেষে দলীয় কার্যালয়ে গুইমারায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুপের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক  সালমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আইয়ুব আলী ডালিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিম।

এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি  গুইমারা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার নুরুন নবী  সাংগঠনিক সম্পাদক বাদল, ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ অনেকে।

গুইমারা উপজেলা বিএনপি আগে সকাল ৭টায় দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফের নেতৃত্বে আলোচনা সভা শেষে কেক কেটে বিএনপির  ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। এসময়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মেহেদুল মাঝি, এসএম মিলন, সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, দিদারুল আলম, সহপ্রচার সম্পাদক সুভাষ ,যুবদলের সভাপতি কাজী আরিফ, সেচ্ছাসেবক দলের সভাপতি সুরেশ দাশসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তব্য কালে নেতারা  পুলিশের বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও সরকারের প্রতি হুঁশিয়ারী দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন