গুইমারা বিজিবি সেক্টরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

fec-image

নানা আয়োজনের মধ্য দিয়ে গুইমারা বিজিবি সেক্টরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল হাই পিএসপিজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পার্বত্য শরণার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রীতিভোজ ও ইফতারের আয়োজন করা হয়।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান, মাটিরাংগা জোন অধিনায়ক লে. কর্ণল নওরোজ নিকোশিয়ার, যামিনীপাড়া ২৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হক, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. তরিকুল হাকিম পিএসসি, খেদাছড়া বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, গুইমারা থানা অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া, বিজিবি-সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিকসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দেশ মাতৃকার সম্মান রক্ষায় সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে বিজিবি। জীবন বাজি রেখে বিজিবি নিরাপদ রেখেছে বাংলাদেশের সীমান্ত। যার ফলে এখনও শত্রু মুক্ত ও নিরাপদ রয়েছে আমাদের দেশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুইমারা, প্রতিষ্ঠাবার্ষিকী, সেনা বাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন