গুজব ঠেকাতে মহেশখালীতে প্রশাসনের জনসচেতনতামূলক র‌্যালি

fec-image

গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, “আইন নিজের হাতে তুলে নিবেন না” এ প্রতিপাদ্য নিয়ে দেশের জনগণকে সচেতন করতে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গুজব ছড়ানোর বিরুদ্ধে বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পরিষদ চত্বর থেকে জনসচেতনতামূলক র‌্যালিটি বের হয়ে গোরকঘাটা বাজারের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) অংগ্যাজাই মারমা এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

উক্ত বর্ণাঢ্য র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফ বাদশা, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ নুুরুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সবুজ ধর, মুক্তিযুদ্ধা সালেহ আহমদ, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, কুতুবজুম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, মাতারবাড়ির মোহাম্মদ উল্লাহ, হোয়ানকের মোস্তফা কামাল, মহরির ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মুনির উদ্দিন প্রমূখ।

এছাড়াও বর্ণাঢ্য র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুজব, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন