“আগামী প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”

ঘুমধুমে জীবন দিয়ে হলেও মাঠ রক্ষার অঙ্গিকার

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ফুটবল খেলার মাঠে ভবন নির্মানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪জুন) বিকালে নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম মাঠ রক্ষা কমিটির উদ্যোগে বেতবুনিয়া বাজারে এই মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ছৈয়দুর রহমান হীরা।

এসময় বক্তারা বলেন, খেলার মাঠে কোন ধরনের স্থাপনা করতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলে মাঠ রক্ষা করা হবে। এসময় মাঠে ভবনের নির্মাণের জন্য মজুদকৃত মালামাল গুলো সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

আগামী প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ছেলেদের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে মাঠ দরকার। এ খেলার মাঠটি এখানকার ঐতিহ্যবহন করে।

ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদাসীনতার কারণে খেলার মাঠে ভবন নির্মাণ করার পাঁয়তারা করছেন বলে বক্তারা অভযোগ করেন।

ওই মানববন্ধন বক্তব্য দেন, নাইক্ষ্যছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, মৌলভী নুরুল আবছার, ঘুমধুম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, রাশেদ সরওয়ার, সংবাদ কর্মী শ.ম গফুর

মানববন্ধনোত্তর পথসভা পরিচালনা করেন সংগঠনের সদস্য মোহাম্মদ রফিক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন আব্দুল্লাহ আল মামুন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঘুমধুমে, মাঠ রক্ষার অঙ্গিকার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন