চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৪টি বসতবাড়ি পুড়ে ছাই: ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

 

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় বদরখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ লম্বাখালী পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই বসতবাড়ি গুলো পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খাইরুল বশর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়নের লম্বাখালী পাড়া এলাকার মৃত বশরত আলীর পুত্র রফিকুল ইসলাম ও তার ভাই কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলমের বাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে প্রায় ৪টি বাড়ি পুড়ে যায় ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ফলে চারটি বাড়ির প্রায় ২৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বুধবার (৬ ডিসেম্বর)  সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এম এ, চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪পরিবারকে ২বান করে টিন, নগদ ৬ হাজার টাকা ও ৩টি করে কম্বল প্রদান করা হয়েছে।

এছাড়া উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি পরিবারের মাঝে ৫হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন